
তানজিদ তামিমের সঙ্গে উন্নতি হয়েছে তার সতীর্থদেরও। আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ২৯ ধাপ এগিয়েছেন তানজিদ তামিম।
সেরা এক শতে তানজিদ তামিম জায়গা পেলেও রেকর্ড সেঞ্চুরি করেও জায়গা হয়নি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনের (৫৩ বলে)।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় পাওয়ার ম্যাচে ৮২ রানের বিধ্বংসী ইনিংসের জন্য ৮ ধাপ এগিয়েছেন মুহাম্মদ ওয়াসিম। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটি পাওয়া আমিরাতে অধিনায়ক আছেন ১৯ নম্বরে। তার সতীর্থ আসিফ খান ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। শীর্ষ ১৮ তে কোনো পরিবর্তন নেই। ৮৫৬ রেটিং পয়েন্টে যথারীতি চূড়ায় ট্রাভিস হেড।
বোলিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। মুস্তাফিজের ২৫ নম্বরের বিপরীতে ৪০ ও ৭৬ নম্বরে আছেন তানজিম সাকিব ও শরীফুল। তবে বাংলাদেশের হয়ে শীর্ষ তিন শেখ মেহেদী (১৯ নম্বর), তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের (যৌথভাবে ২০) অবনতি হয়েছে। মেহেদীর ৬ ধাপের বিপরীতে ৫ ও ১ ধাপ অবনতি হয়েছে তাসকিন ও রিশাদের।
বোলারদের শীর্ষ ১৩ নম্বরে কোনো বদল নেই। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। অন্যদিকে অলরাউন্ডারদের শীর্ষ ৩২ নম্বরে কোনো রদবদল নেই। ২৫২ রেটিংয়ে শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ নম্বরে থাকা শেখ মেহেদীর ৪ ধাপ অবনতি হয়েছে।
