Google search engine

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ফল পক্ষে আসেনি বাংলাদেশ ইমার্জিং দলের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৮ রান তোলে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে স্কোরবোর্ডে ২৪৩ রান জমা করে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের চতুর্থ দিনে আজ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই অধিনায়ক শাহাদাত হোসেন দিপু (২) ফিরলে হোঁচট খায় স্বাগতিকরা।

এরপর আইচ মোল্লাহ (১১), আরিফুল ইসলাম (১৪), প্রীতম কুমার (২১*) এবং মইন খানরা (১৮*) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। এতে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

আগামী ২৭ মে থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

Google search engine