Google search engine

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান পেয়েছিল অনলাইনে টিকিট বিক্রির স্বত্ব। কিন্তু সে টিকিট বিক্রি এখন লেজেগোবরে অবস্থা তৈরি হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও পরে বাফুফে জানায়, ঘোষিত সময়ে টিকিট বিক্রি শুরু হবে না।

পরে বাফুফে থেকে বলা হয়, টিকিট বিক্রির ওয়েবসাইট দুইবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। তাই অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

সোমবার (২৬ মে) সকালে পল্টনে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন করতে এসে বিষয়টি নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার ভাষায়, ‘আমরা স্বীকার করে নিয়েছি, প্রথমবার বলে ভুল-ত্রুটি হতে পারে। টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়ামে প্রবেশ পর্যন্ত আমরা নজরদারি রাখবো। আমরা আশাবাদী আজ (সোমবার) রাত ১০টার মধ্যে আবার সাইট ও প্ল্যাটফর্ম অন হবে।’

বাফুফে সভাপতি যোগ করেন, ‘গ্যালারির টিকিট ১৮ হাজার। এর বাইরে হাজার দুয়েক। দুভার্গ্যজনক হলেও বাস্তবতা যে, অনেক সমর্থককে সীমিত আসনের জন্য স্টেডিয়ামের বাইরে থাকতে হবে। তাদের জন্য আমরা বাইরে ব্যবস্থা করবো। বাফুফের পক্ষ থেকে আটটি বিভাগীয় শহরে ফ্যানজোন করা হচ্ছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও করছেন।’

Google search engine