Google search engine

সম্প্রতি, অন্তর্বর্তী কোচ আকিব জাভেদকে হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়ে নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনকে সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে লাল বলের কোচের জায়গাটি এখনো ফাঁকা। সে জায়গাতেই এবার নিজের পছন্দের কথা জানালেন সাবেক অধিনায়ক ও দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

লাল বলের সম্ভাব্য কোচ হিসেবে প্রাক্তন অধিনায়ক ইউনিস খানকে পছন্দ তার। ওয়াসিমের বিশ্বাস পাকিস্তান দলকে লাল বলে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক পছন্দ হতে পারেন সাবেক এই কিংবদন্তি।

করাচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিএসএল এবং জাতীয় দলের ভবিষ্যৎ কোচিং সেটআপ সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন ওয়াসিম।

ওয়াসিম বলেন, ‘লাল বলের ক্রিকেটের জন্য ব্যাটিং কোচ হিসেবে ইউনিস খান একটি ভালো বিকল্প হতে পারেন। একজন নতুন কোচ তরুণ খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করতে পারে।’

ওয়াসিম পিএসএলের কিছু অসাধারণ পারফরম্যান্সের জন্য উদীয়মান খেলোয়াড়দের প্রশংসা করেছেন। বলেন, ‘পিএসএল চলাকালীন হাসান নওয়াজ মুগ্ধ হয়েছিলেন। সালমান মির্জা এবং আলী রাজাও ভালো বোলিং করেছিলেন। খেলোয়াড়দের টি-টোয়েন্টি ক্রিকেটে স্থায়ী হওয়ার জন্য সময় দেওয়া উচিত।’

Google search engine