Google search engine

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে শুরুতেই চমক দিয়েছিল রিয়াল বেটিস। ম্যাচের ৯ মিনিটে ইজালজৌলুরির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর ৪-১ গোলের দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লুজরা।

কনফারেন্স কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে এনজো মারেস্কার চেলসি। প্রথম দল হিসেবে উয়েফার ইউরোপের তিন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ জিতেছে দলটি।

চেলসি সমতায় ফেরার পর ৭০ মিনিটে লিড নেয়। দলটির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোল করেন। ৮৩ মিনিটে জাদন সানচো গোল করে রিয়াল বেটিসের কামব্যাকের স্বপ্ন শেষ করে দেন। চেলসির শিরোপা জয়ও  একপ্রকার নিশ্চিত করে ফেলেন। যোগ করা সময়ে ময়েস কেইসাডো জয়ের ব্যবধান আরও বড় করেন।

বেটিস দ্বিতীয়ার্ধে অতি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছে। যে কারণে সমতার পর একের পর এক গোল খেয়ে হতাশ হয়েছে তারা। এই শিরোপা দিয়ে চেলসি দশম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো। তাদের শোকেসে সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের শিরোপাও আছে।

চেলসি লিগ মৌসুম ভালো খারাপ মিলিয়ে কাটিয়েছে। লিগের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে চারে থেকে মৌসুম শেষ করেছে ব্লুজরা। নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ইউরোপ সেরার লড়াইয়ে জায়গা পাওয়ায় চেলসির জন্য নতুন খেলোয়াড় কিনে দল প্রস্তুত করার ভালো সুযোগ তৈরি হয়েছে।

Google search engine