Google search engine

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

সেখানে সাকিব আল হাসানকে নিয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘সাকিব তো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

রাজনৈতিক কারণে এখন স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিবের জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্নে নতুন বিসিবি সভাপতির জবাব, ‘আমাদের সিলেকশন কমিটি আছে, তারা দেখবে।’

অপর এক প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

এদিকে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা। তাই সভাপতি হিসেবে তার মেয়াদ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এসময় আমিনুল বলেন, তিন মাসের নির্ধারিত সময় নিয়ে তিনি বিসিবির সভাপতি হননি, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

এর আগে শুক্রবার (৩০ মে) প্রথমে কাউন্সিলর, পরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আমিনুল।

গত বৃহস্পতিবার (২৯ মে) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে পদচ্যুত করা হয়। ‘দুর্নীতিপরায়ণতা’ ও ‘স্বজনপ্রীতির’ মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে ৮ পরিচালক অনাস্থা জানানোর পরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google search engine