Google search engine

অবশেষে নাটকীয়তার অবসান ঘটলো। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন বিসিবির নতুন সভাপতি হিসেবে।বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

 

একই সভায় সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেট সংগঠক ও প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

আজ বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুসারে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুলকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গতকাল রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিসিবির পরবর্তী নির্বাচন অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার মানে, চার মাসের মতো দায়িত্বে থাকতে পারেন এই সাবেক অধিনায়ক, এরপর তিনি ফিরতে চান তার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চাকরিতে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। খেলার মাঠ থেকে বিদায় নেওয়ার পর তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, কোচিংয়ে লেভেল টু সম্পন্ন করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরে দেশে ফিরে আবাহনীকে উপহার দেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।

Google search engine