Google search engine

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়াদের লাল-সবুজ শিবির।

এরই মধ্যে ঢাকায় শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন অনুশীলন শেষে দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ইসা ফয়সাল মুখোমুখি হন সাংবাদিকদের।

 

সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তিনজন প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের মধ্যে একজন মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। তাকে ঘিরে বাড়তি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে ইসা ফয়সালের মতে, প্রবাসী ট্যাগ নয়—প্রধান বিষয় হলো তিনি একজন যোগ্য বাংলাদেশি ফুটবলার।

তিনি বলেন, “ফাহমিদুলের সঙ্গে ভালো সময় কাটছে। সে আমাদের মতোই সহজ, মিশুক। আমি তাকে প্রবাসী বলব না, সে আমাদেরই একজন—বাংলাদেশি খেলোয়াড়। ”

দলের মিডফিল্ড নিয়ে আশাবাদী ইসা আরও জানান, “মিডফিল্ডে আমাদের হামজা ভাই আছেন, সামিত সোম আসছে, ফাহমিদুল আছেন। যাঁরা আগে ছিলেন, তারাও দলে রয়েছেন। ইনশাল্লাহ, আমাদের মিডফিল্ড শক্তিশালী হবে। ”

ফিটনেস ও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী ইসা

জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আলাদা করে আশ্বস্ত করলেন ইসা। জানালেন, বেশিরভাগ খেলোয়াড়ই খেলার মধ্যে থাকায় স্বাভাবিকভাবেই সবাই ফর্মে আছেন। এ ছাড়াও আধুনিক প্রযুক্তির সহায়তায় ফিটনেস পর্যবেক্ষণ আরও উন্নত হয়েছে।

তিনি বলেন, “জিপিএস ডিভাইস ব্যবহার করে এখন আমরা সবাই ফিটনেস যাচাই করছি। তাই ভুটান কিংবা সিঙ্গাপুর—কোনো ম্যাচেই ফিটনেস সমস্যা হবে না ইনশাল্লাহ। ”

আগামী ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে ইসা বলেন, “ওরা ভালো দল। অবশ্যই সম্মান করি। তবে মাঠে নামার পর আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলব। ”

Google search engine