
দলীয় সূত্রে জানা গেছে, কুঁচকির চোটে পড়েছেন শরিফুল। লাহোরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যদিও ফলাফলের এখনো হাতে পায়নি টিম ম্যানেজমেন্ট। তবে তাঁর চোটের ধরণ অনুযায়ী শেষ ম্যাচ খেলার সম্ভবনা নেই বলেই জানিয়েছে দলীয় সূত্র।
গতকাল ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় টান অনুভব করেন শরিফুল। কিছুক্ষণ বসে থাকার পর আবারও বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থা নেই।
শরিফুলের চোটের কারণে সিরিজ বাঁচানোর ম্যাচে দল ছন্দ হারায় বলে মন্তব্য করেন লিটন, ‘আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে যায়। আমরা জানতাম, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’
