Google search engine
পাকিস্তান সফরে প্রথম দুই ম্যাচ হারায় সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের। আগামীকাল লাহোরে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ সফরকারীদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শফিফুল ইসলামকে পাচ্ছেন না অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে সময় পাওয়া চোটে সফর শেষ হয়ে গেছে বাঁহাতি পেসারের।

 

দলীয় সূত্রে জানা গেছে, কুঁচকির চোটে পড়েছেন শরিফুল। লাহোরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যদিও ফলাফলের এখনো হাতে পায়নি টিম ম্যানেজমেন্ট। তবে তাঁর চোটের ধরণ অনুযায়ী শেষ ম্যাচ খেলার সম্ভবনা নেই বলেই জানিয়েছে দলীয় সূত্র।

আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা আছে কি না, সেটি ফল এলেই নিশ্চিত হওয়া যাবে। 

গতকাল ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় টান অনুভব করেন শরিফুল। কিছুক্ষণ বসে থাকার পর আবারও বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থা নেই।

মাত্র ৩ বল করে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। 

শরিফুলের চোটের কারণে সিরিজ বাঁচানোর ম্যাচে দল ছন্দ হারায় বলে মন্তব্য করেন লিটন, ‘আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে যায়। আমরা জানতাম, বোলিংয়ে আমাদের ঘাটতি  আছে।’

Google search engine