Google search engine

বাংলাদেশের হয়ে খেলার পথে একটি ধাপ সম্পন্ন করেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ।

এই ম্যাচে কিউবার খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার ওপর। যদি সিঙ্গাপুরের বিপক্ষে কিউবাকে খেলাতে হয়, সেক্ষেত্রে আগামী ৩ জুনের মধ্যে এএফসি পোর্টালে আবেদন করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তাই দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে আজ-কালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে গত শুক্রবার (৩০ মে) থেকে জাতীয় দল ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। আজ (রোববার) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন ফুটবলাররা।

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিঙ্গাপুর ও ভুটান ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। হামজা চৌধুরি ও সামিত সোম ছাড়া সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি আগামীকাল সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ বিমানে ইংল্যান্ডের লন্ডন থেকে রওনা হবেন হামজা। আগামীকাল সকালে পৌঁছে বিকেলের অনুশীলনে করবেন কি না এটা এখনো জানা যায়নি। কানাডা থেকে সামিত সোম ৪ জুন সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Google search engine