Google search engine

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন, যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার এবং আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। গেল মাসে তারা তিনজনই নিজেদের নৈপুণ্যে ২২ গজকে আলোকিত করেছেন।

বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ ওয়াসিম। সিরিজের তিন ম্যাচে তার করা ১৪৫ রানের মধ্যে ছিল দুটি ফিফটি। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে স্মরণীয় জয় এনে দেন দুই উইকেটে। এমন পারফরম্যান্সের সুবাদে সিরিজ সেরাও নির্বাচিত হন ওয়াসিম।

মে মাসে ওয়ানডে ফরম্যাটেও উজ্জ্বল ছিলেন ওয়াসিম। একদিনের ক্রিকেটে গত মাসে পাঁচ ম্যাচে তার ব্যাটে এসেছে ১৬৯ রান।

এদিকে স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকমুলেন আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২–এ মে মাসে পাঁচটি ওয়ানডেতে ব্যাট হাতে ১০৭.৮৭ স্ট্রাইক রেটে ২৩৩ রান করেন। যার গড় ছিল ৫৮.২৫। পাশাপাশি বল হাতে ৫.০৮ ইকোনমি রেটে উইকেট পান ১০টি।

যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারের জন্যও মে মাসটা ছিল মনে রাখার মতো। চার ওয়ানডেতে ৬৭ গড়ে ২০১ রান ও বল হাতে ৯ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো ওয়ানডে ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্বও দেখিয়েছেন মিলিন্দ।

Advertisement

Jamuna Electronics
Google search engine