
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই মেহেদী হাসান মিরাজের প্রথম সিরিজ। প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ।টস জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রেমাদাসার বাইশ গজ স্পিনাররা উপভোগ করলেও আসালঙ্কা এর আগে জানিয়েছেন, এটা মূলত ব্যাটিংবান্ধব উইকেট।
২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল এই প্রথম পাঁচ সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামবে—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের।
বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৬টি টি–টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তানভীর। পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। সেঞ্চুরি ও ফিফটি একটি করে।তিন পেসার নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।
