
মোঃ আকাশ খান – খেলাধূলা ডেস্কঃ
হোক তা ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট, তিন ফরম্যাটেই তামিম ইকবাল আর সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণশক্তি। এ দুইজন ছাড়া বাংলাদেশ যেন সুর ছাড়া গান!
আন্তর্জাতিক ক্রিকেটে হাটতে হাটতে পড়ে যাওয়া থেকে এখন দৌড়াতে শেখা বাংলাদেশের দুই মূল চালিকাশক্তি তামিম ও সাকিব। গত তিন চার বছর যদি হয় টেস্টে বাংলাদেশের ওপরে ওঠার সেরা সময় ধরা হয়, তাহলে বাঁ-হাতি ওপেনার তামিম আর অলরাউন্ডার সাকিব সেই ওপরে ওঠার সিঁড়ি।
এমন নয়, তামিম ও সাকিব বাংলাদেশের পঞ্চ পান্ডবের দুই পাণ্ডব তাই এমনটা বলা। পরিসংখ্যানই জানান দিচ্ছে, সাকিব-তামিম আসলেই বাংলাদেশের শক্তির প্রায় অর্ধেক। বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা তাদের ব্যাট ও বল হাতে জ্বলে ওঠার ওপর অনেকটাই নির্ভর করে।
তিন ফরম্যাটেই তামিম এখন দেশের অন্যতম সফল ও এক নম্বর ব্যাটসম্যান। টেস্টে সবচেয়ে বেশি ৩৮৮৬ রান এ বাঁ-হাতি ওপেনারের। একই ভাবে ওয়ানডেতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৫৭৪৩ রান তামিমের। আর এই দুই ফরম্যাটেই সাকিব দ্বিতীয় টপ স্কোরার। টেস্টে রান ৩৫৯৪, ওয়ানডেতে ৪৯৮৩।
শুধু টি-টোয়েন্টিতে সাকিব (১২০৮) রান তোলায় এক নম্বর । সেখানে ১২০২ রান করে তামিম দুই নম্বরে। একই ভাবে ওয়ানডে ছাড়া টেস্ট এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটে সাকিব সর্বাধীক উইকেট শিকারী। ৫১ টেস্টে ১৮৮ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বাধীক উইকেট শিকারী এ বাঁ-হাতি স্পিনার। আর ওয়ানডেতে মাশরাফির (১৭৭ ম্যাচে ২৩১) পর দ্বিতীয় সর্বাধীক ২২৪ উইকেট শিকারী সাকিব। টি-টোয়েন্টিতে ৫৯ ম্যাচে ৭০ উইকেট নিয়ে সবার ওপরে বিশ্বসেরা অলরাউন্ডার।
তিন ফরম্যাটে শুধু রান ও উইকেট শিকারে সবার ওপরে থাকাই নয়, টেস্টে বাংলাদেশ নিকট অতীতে যতগুলো ম্যাচ জিতেছে তার অন্যতম যৌথ রূপকারও তামিম-সাকিব। খুব বেশি দূর পেছনে ফিরে দেখার দরকার নেই। গত এক বছরে বাংলাদেশ যে তিনটি বড় দলের সঙ্গে টেস্ট জিতেছে, সেই ম্যাচগুলোর স্কোরকার্ড খুঁটিয়ে দেখলেই বেড়িয়ে আসবে তামিম ও সাকিব টেস্টে বাংলাদেশের জন্য কত দরকারই ক্রিকেটার।
সেই তামিম সাকিব ছাড়া যেন বাংলাদেশ প্রায় এখন অচল। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে সাকিব টি টোয়েন্টি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু রাজনীতি পরিস্থিতির কারনে দেশে আসা তার পক্ষে হয়ে উঠছে না।
সাকিব তামিম এখন বাংলাদেশ প্রায় অচল গত কিছু দিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে টেস্ট হার। এরপর পাকিস্তান সিরিজে এখই দশা বাংলাদেশের। শ্রীলঙ্কা সিরিজে টেস্ট সিরিজ হারের পর এইবার ওয়ানডেতে সিরিজ হার বাংলাদেশের। সাকিব তামিমের বিদায়ের পর এখন ছোট ছোট দলের সাথে হারতে চলেছে বাংলাদেশ।
