
মোঃ আকাশ খান খেলাধূলা ডেস্কঃ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টি টোয়েন্টিতে দারুণভাবে কামব্যাগ করেছে লিটন বাহিনী। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ১৬ ই জুন প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে কামব্যাগ করেছে তাড়া। সিরিজ জিততে হলে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
শ্রীলংকার কাছে প্রথম ম্যাচ হারে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে টানা ছয় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জিতে হারের বৃত্ত থেকে বের হয়েছে টাইগাররা।
বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, ব্যাটারদের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। তিনি বলেন, ‘যখন একজন ব্যাটার ফর্মে থাকে এবং ৩০-৪০ রান করে তখন তার পরের লক্ষ্য হওয়া উচিত ৭০-৮০ রানে ইনিংস খেলা।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দুর্বল ব্যাটিং প্যাচের কারণে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে অংশ না নেওয়া লিটন দাস টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ছয় ম্যাচ হারের পথেও রয়েছে তারা। গত বছরের শেষ দিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ এই ফরম্যাটে ধারাবাহিক হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি টোয়েন্টি হার বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ নাকানিচুবানি খায়িছে বাংলাদেশ। এইবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
