Google search engine

মোঃ আকাশ খান খেলাধূলা ডেস্কঃ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই আচমকা ফরম্যাটটিতে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। নতুন করে বিসিবিও এখনও লাল বলের অধিনায়ক ঘোষণা করেনি। এর আগে বাকি দুই ফরম্যাটে সম্প্রতি নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। টেস্টে টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই জল্পনার মাঝে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তাইজুল বলেন, যেহেতু ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলেছি, অধিনায়কত্ব নিতে পুরোটাই তৈরি।’

সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখা নিয়ে এই টাইগার স্পিনার বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

তাইজুল আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

Google search engine