
মোঃ আকাশ খান খেলাধূলা ডেস্কঃ
সিরিজ নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে একাই ধসিয়ে দিলেন শেখ মাহাদী হাসান। এই অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলে সুযোগ পেয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন।
মেহেদির ঘূর্ণি বলে বিভ্রান্ত শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার প্রথম সারির ৫ ব্যাটসম্যানের মধ্যে মেহেদি একাই আউট করেন ৪ জনকে।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় শ্রীলঙ্কা। পেসার শরিফুল ইসলামের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুশাল মেন্ডিস।
এরপর শ্রীলঙ্কা শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন অফ স্পিনার শেখ মাহাদী হাসান। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েই বাজিমাত করেন মাহাদী।
তিনি নিজের প্রথম স্পেলে টানা তিন ওভারে একের পর এক সাজঘরে ফেরান শ্রীলঙ্কার তিন অধিনায়ককে। প্রথমে আউট করেন সাবেক অধিনায়ক কুশাল পেরেরাকে।
তিন বছর পর দলে ফেরা শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্দিমালকেও আউট করেন শেখ মাহাদী। নিজের তৃতীূয় শিকারে পরিণত করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে।
প্রথম স্পেলে শেখ মাহাদী ৩ ওভারে মাত্র ১১ রানে শিকার করেন ৩ উইকেট। এরপর দ্বিতীয় স্পেলে এক ওভার করার সুযোগ পেয়ে ইনিংসের শুরু থেকে দেখে শুনে খেলে যাওয়া লংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকেও আউট করেন মেহেদি। তার বলে পরিস্কার বোল্ড হয়ে ফেরেন নিশাঙ্কা। তার আগে ৪৬ রান করার সুযোগ পান লংকান ওপেনার।
