Google search engine

২ উইকেটে ২২৫ রান নিয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম সেশন শেষে তাদের রান ৩৩২/২। মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের দ্বিতীয় দিনের সংগ্রহের সঙ্গে আরও ১০৭ রান যোগ করেছে স্বাগতিকরা, সেটাও কোনো উইকেট না হারিয়ে।

২০ রান নিয়ে দিন শুরু করা পোপ এখন ব্যাট করছেন ৭০ রানে। আর দ্বিতীয় দিন শেষে ১১ রানে ক্রিজে থাকা রুটের রান এখন ৬৩। তাদের ব্যাটেই প্রথম ইনিংসে ভারতের করা ৩৫৮ রান ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

তবে তৃতীয় দিনের প্রথম সেশনে যে ইংল্যান্ডের কোনো উইকেট তুলে নেওয়ার সুযোগ পায়নি ভারত, তেমন নয়। আনশুল কাম্বোজের বল পোপের গ্লাভসে লেগে গিয়েছিল উইকেটের পেছনে। কিন্তু ভারতীয় কিপার ধ্রুব জুরেল ক্যাচ তালুতে জমাতে পারেননি।

এছাড়া পোপ-রুটের ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু তর্কসাপেক্ষে ভারতের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজার থ্রো উইকেট মিস করলে সে সুযোগও নষ্ট হয়।

এর আগে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইনিংস শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ১৬৬ রান তোলেন দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। ক্রলি ৮৪ রান করে জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকা অবস্থায় কাম্বোজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আরেক ওপেনার ডাকেট। তবে অল্প বিরতিতে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সহজেই সামলে নেন পোপ ও রুট।

Google search engine