
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তবুও গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক উপস্থিতি। এ দিন মিরপুরে হাজির হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।পিসিবি প্রধানের কাছে জানতে চাওয়া হয় শিগগিরই এই দুই দেশের (বাংলাদেশ-পাকিস্তান) সিরিজ আয়োজন করা সম্ভব কিনা। তখনই এসেছে ত্রিদেশীয় সিরিজের প্রসঙ্গ।আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারিতে কেবল অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল। এর বদলে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাকভি। পিসিবি সভাপতি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা চাইছি এমন ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া) আয়োজন করতে।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ঢাকায় এসেছেন নাকভি। ঢাকায় আসার পর যেভাবে অতিথি আপ্যায়ন করা হয়েছে, তাতে বেশ খুশি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রশংসায় ভাসিয়েছেন পিসিবি প্রধান।
নাকভি বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ, এজিএম মিটিং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এসিসি-তে আমাদের ২৫ জন সদস্য আছেন এবং ২৫ জন সদস্যই এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয়ত, আমি এখানে আগত সকল সদস্যকে এবং যারা ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে আমিনুল ভাইকে তার আতিথেয়তার জন্য এবং বিসিবি-কে তাদের অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’
