
বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন। তবে টাকার অভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) টেকনিক্যাল কমিটি সাবেক বার্সা কোচের আবেদন ফিরিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আর্থিক শর্ত পূরণে অপারগতার কারণেই জাভির আবেদনটি ফিরিয়ে দিয়েছে ফেডারেশন।
জাভির সর্বশেষ কোচিং অধ্যায় ছিল বার্সেলোনার ডাগআউটে।২০২১ সালে ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালে ট্রফিবিহীন এক মৌসুমের পর তাকে ছাঁটাই করে বোর্ড।
এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কাতারের ক্লাব আল-সাদের কোচ ছিলেন তিনি। সেখান থেকেই শুরু কোচিং ক্যারিয়ার। খেলোয়াড় হিসেবে ২০১৯ সালে কাতারের ক্লাবটিতেই শেষ করেছিলেন নিজের বর্ণাঢ্য ফুটবল জীবন।
বার্সেলোনার জার্সিতে আটটি লা লিগা এবং চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা জাভি ছিলেন পাসের রাজা হিসেবে খ্যাত। স্পেনের ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের পেছনেও ছিল তার অসাধারণ অবদান।
ভারতীয় কোচের পদে তার মতো উচ্চ প্রোফাইলের একজন আবেদনকারী পেয়ে অনেকে বিস্মিত হলেও এআইএফএফ কর্তৃপক্ষ জানায়, তারা সামর্থ্যের মধ্যে থাকা প্রার্থী নিয়েই এগোতে চায়।
সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে এআইএফএফ টেকনিক্যাল কমিটি ১৭০টি আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত করেছে তিনজনের নাম—ভারতের খালিদ জামিল, ইংল্যান্ডের স্টিফেন কনস্টানটাইন ও স্লোভাকিয়ার স্তেফান তারকোভিচ।উল্লেখ্য, স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে চলতি মাসের শুরুতেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ফেডারেশন।
