Google search engine

মোঃ আকাশ খান খেলাধূলা ডেস্কঃ

দুর্নীতির দায়ে প্রায় দেড় বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লীগের আগে। জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় মুক্ত হয়েই খেলতে নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার।

আবু ধাবির টি টেন লীগে গিয়ে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হন নাসির।২০২৪ সালের জানুয়ারিতে তার রায় সে, যে নিষেধাজ্ঞা ধরা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে। তাকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছিলো আইসিসি। অর্থাৎ দেড় বছর কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেওয়ার অনুমোদন ছিলো না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে ছিলেন, আইসিসির নিয়ম অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভোগ করেছেন। গত ৭ এপ্রিল থেকেই তিনি ক্রিকেট খেলার জন্য আবার ছাড়পত্র পেয়েছেন।

তিন সংস্করণে বাংলাদেশের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির মুক্ত হয়েই খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিছু ম্যাচ খেলে করেছেন অসাধারণ পারফরম্যান্স।

গেল কিছুদিন আগে টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে ২৮ জুন রংপুর যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে নাসিরের সঙ্গে দেখা হন বুলবুলের। বিসিবির সভাপতি তাকে আশ্বাস দেন ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে আবারও ক্যাম ব্যাক করার সুযোগ আছে তার।

বিসিবির সভাপতির এমন আশ্বাসে গেল কিছুদিন হলো মিরপুর একাডেমি মাঠে নিয়মিত প্যাকটিস ও জিম সেশানে দেখা যায় নাসিরকে। সামনে দেশের ঘরোয়া লীগে পারফরম্যান্স করে আবারও জাতীয় ফিরতে নিয়মিত কষ্ট করে যাচ্ছেন তিনি। তবে আবারও কি ভক্তদের সুখবর দিয়ে জাতীয় দলে ফিরতে পারবেন তিনি তা সময় বলে দিবে।

Google search engine