Google search engine

পাওয়ার হিটিং নিয়ে এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছে বিসিবি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, জোর বাড়াতে হবে পাওয়ার হিটিংয়ে। আর সে জন্য আগস্টেই বাংলাদেশ দলে আসছেন জুলিয়ান উড, বিশ্বমানের পাওয়ার হিটিং কোচ।

বাংলাদেশের ব্যাটিংয়ে বড় সমস্যাই হল বাউন্ডারি হাকানো। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে এই সীমাবদ্ধতা চোখে পড়ে বেশি। যদিও, চলতি বছরে টি-টোয়েন্টিতে একমাত্র দল হিসেবে ১০০ টি ছক্কা হাকিয়েছে বাংলাদেশ দল, তারপরও এখানো বড় স্কোরিং শট বাড়ানোর, স্কিল নিয়ে কাজ করার বড় সুযোগ আছে বাংলাদেশের। এবার সেই জায়গাটা ঠিক করতেই বড়সড় পদক্ষেপ নিচ্ছে বিসিবি। বিশ্বখ্যাত পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডকে আগস্টে আনার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে।

ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা। একইসঙ্গে জুলিয়ান উড নিজেও এই খবর স্বীকার করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সিমন্সের সঙ্গে কথা বলেছি। আগস্টে তিন সপ্তাহের জন্য বাংলাদেশে যাচ্ছি। এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও সবকিছু ইতিবাচক দিকেই এগোচ্ছে।’

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্ট সামনে রেখে আগামী ৬ আগস্ট মিরপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। তার আগেই ঢাকায় পৌঁছাতে পারেন উড। ক্যাম্প চলাকালীন তিন সপ্তাহ বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। কাজের সাপেক্ষে এই মেয়াদ বাড়তেও পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে, টানা ব্যর্থতার পর টি-টোয়েন্টি ফরম্যাটে এবার ‘শরীর আর মাথা’—দুই জায়গাতেই পরিবর্তনের চেষ্টা করছে বিসিবি। তবে এই উদ্যোগ কাগজে-কলমে থাকবে, না কি মাঠের পারফরম্যান্সে বদল আনবে—সেটাই এখন দেখার বিষয়।

Google search engine