Google search engine
জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার যুবাদের পর আজ হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৯১ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজে ৪ পয়েন্টে টেবিলের শীর্ষেও উঠেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরার ও মোহাম্মদ আব্দুল্লাহর জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা।

আবরারের ৮২ রানের বিপরীতে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আব্দুল্লাহ।লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল লাবানগানা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সামিউন বাসীর।দুটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

 

বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী ৩১ জুলাই। সেদিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষেই প্রথম ম্যাচে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশের যুবারা।

Google search engine