
মোঃ আকাশ খান খেলাধূলা ডেস্কঃ
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এই টুর্নামেন্ট বেশ সুনাম কুড়িয়েছে।
গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।’
গতবারের সিলেট ভেন্যু হিসেবে থাকছে, সঙ্গে যুক্ত হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। তিন ভেন্যুর মোট চারটি মাঠে হবে এবারের এনসিএল টি-টোয়েন্টি। দেশের কয়েকটি গন মাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস মিটির প্রধান মাহবুবুল আনাম।
এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের জন্য কাছাকাছি মাঠ নির্বাচন প্রসঙ্গে মাহবুবুল আনাম জানিয়েছেন, “চারটি মাঠে এনসিএল হবে। সিলেটের দুটি, বগুড়া ও রাজশাহী। এভাবে মাঠ নির্বাচন করার কারণ ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি কম হবে। তাছাড়া কাছাকাছি ভেন্যু থাকলে টুর্নামেন্টের আনুষঙ্গিক বিষয় পরিচালনা করাও সহজ হবে।”
বিসিবির এই সিদ্ধান্তে অনেক বছর পর বগুড়ায় ঘরোয়া ক্রিকেটের বড় পর্যায়ের ম্যাচ হতে যাচ্ছে। যেখানে রঙ্গিন পোষাকের ক্রিকেটের পাশাপাশি, গ্যালারীতে থাকবে দর্শক উপস্থিতি। বগুড়ায় দর্শকরা পাবেন বিপিএল টি-টোয়েন্টির মতো একটি টুর্নামেন্টের আমেজ।
বিসিবির এমন সিদ্ধান্তের পরে অনেক বছর পর বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে এই টুনামেন্টটি। তবে এই টুনামেন্ট দেখার সুযোগ থাকছে দর্শকদের। যদি দর্শকরা এই টুনামেন্টকে ভালোভাবে শৃঙ্খলা রেখে উপভোগ করতে পারলে পরিবর্তী আবারও আন্তর্জাতিক ক্রিকেটের মুখ দেখতে পারে বগুড়া বাসী।
