Google search engine

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগে খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া। তাইতো এই লিগে খেলা হাজারো ক্রিকেটারের স্বপ্ন।

আইপিএলের আদলে ২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে ১১টি আসর মাঠে গড়িয়েছে। উদ্বোধনী আসর থেকেই বিপিএলের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা বাড়ছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর বিপিএলের জৌলুস ফেরানোর উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় প্রথমবার প্রতিষ্ঠিত ফার্মের অধীনে বিপিএল আয়োজনের পথে হাঁটছে বিসিবি।

শেষপর্যন্ত কারা দায়িত্ব পাবে তা সময়ই বলে দিবে। তবে বিপিএলকে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে, বোর্ড নিশ্চয়ই তাদেরই বেছে নেবে।

বিপিএলের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করতে পাঁচটি ফার্ম আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আইপিএল ও পিএসএলে কাজ করা প্রতিষ্ঠানও। দেশীয় ও আন্তর্জাতিক ফার্মগুলোর কাছ থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমার্শিয়াল এডভাইজরি সার্ভিসের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়েছিল বিসিবি, যার ডেডলাইন ছিল ২৬ জুলাই। সেখানে পাঁচটি ফার্ম আগ্রহ দেখিয়েছে।

এর মধ্যে চারটিই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিষ্ঠান একটি। আন্তর্জাতিক ফার্মগুলোর মধ্যে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও লিজেন্ডস লিগে কাজ করা প্রতিষ্ঠান।

বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে। এতে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সাথে নতুন এক বা একাধিক দল দেখা যেতে পারে।

Google search engine