
এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ভালো করতে দেশে ভালো উইকেট বানিয়ে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
তিনি জানান, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেট বানিয়ে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সিলেট ও চট্টগ্রামের উইকেট ভালো। সেখানে প্রস্তুতি নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত করেছেন আকরাম খান। দুটো দলের যেকোন একটির সঙ্গে ম্যাচ খেলার সম্ভাবনার কথাও জানান তিনি।
সোমবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ভালো উইকেট করলে ব্যাটাররা স্বাচ্ছন্দে খেলতে পারবে ও উন্নতি করবে। আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। আমাদের সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’
টি-২০ ক্রিকেটে দলের শক্তির চেয়ে খেলার এপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ বলেও জানান আকরাম খান। এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরোতে ভালো ক্রিকেট খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি, ‘পাকিস্তান সিরিজের মতো উইকেটে খেললে আমরা কোনো উপকার পাবো না। হংকংও কিন্তু খারাপ দল না। শ্রীলঙ্কা ও আফগানিস্তান তো শক্তিতে আমাদের সমান। খুব ভালো খেলেই পরবর্তী ধাপে যেতে হবে।’
এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টপ অর্ডারে বিকল্প ব্যাটার হিসেবে নাঈম শেখকে বাজিয়ে দেখেছে বিসিবি। শ্রীলঙ্কায় নাঈম এক ম্যাচে চারে খেলে ধীরে খেলে ৩৪ রান করেছিলেন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দুই ম্যাচেই ব্যর্থ হন তিনি। তাকে নিয়ে আকরাম বলেন, ‘নাঈম ভালো ব্যাটার। কিন্তু তার ব্যাটিং এপ্রোচে পরিবর্তন আনতে হবে।’
