Google search engine

বছর কয়েক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তাই পেশাদার ক্রিকেটে আর দেখা যায় না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে। তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানো বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়নশিপে লিগে দেশের হয়ে খেলছেন তিনি। এই আসরে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ৩৬০ ডিগ্রী খ্যাত এই ব্যাটার।

গতম্যাচে লেজেন্ডসে অব ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে করেছেন ৪১ বলে সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ৫১ বলে ১১৬ রানে।

২০২১ সালে নিজের শেষ আইপিএল মৌসুমে ৩১৩ রান করেছিলেন ৩১.৩০ গড়ে, স্ট্রাইক রেট ছিল ১৪৮.৩৪। সে সময় ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স কী একটু আগেভাগেই ক্রিকেট ছাড়লেন, ভক্তরা এই প্রশ্ন করেছিলেন তখন। উত্তরে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন শেষ দুই বছর খেলেছেন ডান চোখের রেটিনার সমস্যা নিয়েই।

ডি ভিলিয়ার্সের টানা সেঞ্চুরির ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকানরা করে ৬ উইকেটে ২৪১ রান। দলটির ওপেনার জেজে স্মাটস করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান (৫৩ বল)। ১৬.৪ ওভারে অস্ট্রেলিয়া অলআউট ১৪৬ রানে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯৫ রানে।

Google search engine