Google search engine

অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় এএফসি উইমেন্স এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ তে ঋতুপর্ণা চাকমা, আফিঈদাদের খেলতে হবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন চীনের সঙ্গে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৩টায় সিডনিতে এই ড্র অনুষ্ঠান শুরু হয় আসরটি স্বাগতিক অস্ট্রেলিয়া। যে কারণে গতকাল শিরোপা উন্মোচনের পর স্বাগতিক দেশে ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ১-২১ মার্চ দেশটির তিন শহরে হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়ান কাপে জায়গা পেয়েছে।ড্রর আগে নারী এশিয়ান কাপ বাছাই পেরিয়ে আসা ১২ দলকে চারটি পটে ভাগ করা হয়। এক নম্বর পটে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া ছিল। দুই নম্বর পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম ছিল। পট তিনের দলগুলো হলো ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। বাংলাদেশ ছিল চার নম্বর পটে। তাদের সঙ্গে এই পটে ভারত ও ইরানের জায়গা হয়। যে কারণে ড্রতে বাংলাদেশের গ্রুপে ভারত বা ইরানের পড়ার সুযোগ ছিল না।

সিডনিতে শিরোপা উন্মোচন ও ড্র অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিঈদাকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। কিন্তু প্রথমবার এশিয়ান কাপে জায়গা পাওয়া মঞ্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোন প্রতিনিধি পাঠায়নি। বাকি ১১ দেশের এক বা একাধিক প্রতিনিধি ছিল শিরোপা উন্মোচন ও ড্র’র মঞ্চে।

গ্রুপ নির্ধারণের সময় বাংলাদেশের কোন প্রতিনিধি না থাকায় বাংলাদেশের নাম তোলেন ভারতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সানজিতা বাসফো।

Google search engine