Google search engine

রদ্রিগো ডি পলের বয়স মাত্র ৩১ বছর। ফর্ম ও ফিটনেসের তুঙ্গে আছেন। অথচ এই বয়সে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার লিগ কাপে বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকান ক্লাব আটলাসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মেসি-ডি পল-সুয়ারেজদের দল ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবে অভিষেকে জয় পেয়েছেন আর্জেন্টাইন তারকা ডি পল।

তবে জয়ের আগে ঝাল খেয়ে গাল পোড়ার স্বাদ নিতে হয়েছে তার দলের। ম্যাচের যোগ করা সময়ের গোলে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ডি পল যেটাকে জয়ের আসল মজা বলে উল্লেখ করেছেন।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মায়ামি। ৮০ মিনিটে ওই গোল শোধ করে দেয় আটলাস। যোগ করা সময়ে মার্সেলো উইগান্ট গোল করে জয় এনে দেন মায়ামিকে। ওই গোলটি আবার করিয়েছেন লিওনেল মেসি।

ম্যাচ শেষে ডি পল বলেন, ‘আমাদের গোল করার অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল। ম্যাচটা শুরুর দিকেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। তবে শেষ মিনিটে জয়েরও একটা আলাদা মসলাদার স্বাদ আছে।’

মেসির সঙ্গে খেলার বিষয়ে আর্জেন্টাইন মিডিফিল্ডার বলেন, ‘এতো বছর ধরে মেসির পাশে (জাতীয় দলের হয়ে) খেলতে পারায় অবশ্যই আমি ভাগ্যবান। এখন ক্লাব পর্যায়েও একসঙ্গে খেলবো। এটা এমন এক অভিজ্ঞতা যা আমি আমার সন্তানদের ভবিষ্যতে গল্প করে শোনাবো। আমি তাকে শিরোপা জিততে সহায়তা করতে চাই।’

Google search engine