Google search engine

তুলির শেষ আঁচড়টা কি নিখুঁতভাবেই না টানলেন যস্বশী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে শুরু করেছিলেন শেষটাও সেভাবেই করলেন ভারতীয় ব্যাটার। পাঁচ টেস্টের শুরু আর শেষটা যে সেঞ্চুরিতেই রাঙালেন তিনি।

এমন দুর্দান্ত মুহূর্তের উদযাপনটাও ছিল দেখার মতো।গাস অ্যাটকিনসের বল পয়েন্টে ঠেলেই তিন অঙ্ক স্পর্শ করলেন জয়সওয়াল। নন স্ট্রাইক প্রান্ত স্পর্শ করার পরেই নিজের ট্রেডমার্ক উদযাপন সারলেন। শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন তিনি। এরপর বিশেষ এক উদযাপনও সারলেন ২৩ বছর বয়সী ব্যাটার।ওভাল টেস্টে খেলা দেখতে আসা বাবা-মা ও ভাইয়ের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়লেন জয়সওয়াল। পরে হাতের সহায়তায় হৃদয়ও আঁকলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করলেও সবমিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে জয়সওয়ালের এটি চতুর্থ। আর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ।

তার এই সেঞ্চুরিতে একটা রেকর্ড গড়েছে ভারত। এক সিরিজে প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। চলমান সিরিজে ভারতের এটি ১২তম সেঞ্চুরি। 

জয়সওয়ালের জোড়া সেঞ্চুরির বিপরীতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুবমান গিল। বাকি ৬ সেঞ্চুরির দুটি করে হাঁকিয়েছেন ঋষভ পন্ত ও লোকেশ রাহুল।

আর একটি করে পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
Google search engine