Google search engine

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (শুক্রবার) দুপুর দেড়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় আফিদা-সাগরিকারা।থাইল্যান্ডে এক ঘণ্টা ৩০ মিনিট যাত্রা বিরতির পর নির্ধারিত সময়েই তারা পৌঁছে যায় লাওসে।

 

বাফুফে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের টিম ম্যানেজার মাহবুবুর রহমান লিটু জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, সবাই সুস্থভাবে লাওসে পৌঁছেছি। আগামীকাল সকাল থেকেই আমাদের অনুশীলন শুরু হবে। আমরা দেশবাসীর দোয়া ও সমর্থন চাই যেন ভালো ফল নিয়ে দেশে ফিরতে পারি। ”

আগামী ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৮ আগস্ট প্রতিপক্ষ তিমুরলেস্তে, আর গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। চার দলের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে মূল পর্বে। তবে মূল পর্বে জায়গা পাবে তিনটি সেরা রানার্স আপ দলও। শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কারণে বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে রানার্স আপ হওয়ার চেষ্টা, আর সেই লক্ষ্য পূরণে লাওসের বিপক্ষের প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Google search engine