Google search engine

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। সে টুর্নামেন্টের আগে বাংলাদেশ ‘এ’ দলের ওপর বিশেষ নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ দলের পারফরম্যান্স এশিয়া কাপের দল নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের খুঁজে বের করতে হাই পারফরম্যান্স ক্যাম্পের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে জানিয়ে ফাহিম বলেন, ‘এখানে এমন খেলোয়াড় আছেন যারা এশিয়া কাপে খেলতে পারেন। তবে পুরো বিষয়টি নির্বাচকদের ওপর নির্ভর করছে। আমি নিশ্চিত নই তবে এক বা দুটি নাম এশিয়া কাপের দলে থাকতে পারে।’

ফাহিম যোগ করেন, ‘আমরা ভবিষ্যৎ খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। আশা করি, এখান থেকে আমরা এমন কিছু খেলোয়াড় পাব যারা বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এবং জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।’

আগামী ১৪ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় চার দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের একটি দল, নেপাল জাতীয় দল ও পাকিস্তান ‘এ’ দল অংশ নিচ্ছে।

অন্যদিকে এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে হংকং, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Google search engine