
লিগস কাপে দুর্দান্ত ফর্মে ফেরার পর চোটে পড়লেন লিওনেল মেসি। নেকাখসার বিপক্ষে ম্যাচে ম্যাচের শুরুতেই ইনজুরির কবলে পড়েন আর্জেন্টাইন তারকা। এখন ইন্টার মায়ামির সবচেয়ে বড় ভাবনার নাম মেসির চোট। কারণ আর্জেন্টাইন এই তারকা কবে ফিরতে পারবেন মাঠে, এখনই জানা যাচ্ছে না।
বাংলাদেশ সময় আজ সকালে লিগস কাপের ম্যাচে নেকাখসার বিপক্ষে খেলতে নামে মেসির ইন্টার মায়ামি। খেলার ৭ মিনিটেই চমৎকারভাবে বল কন্ট্রোল করে প্রতিপক্ষ ডি-বক্সে ঢোকার চেষ্টা করছিলেন মেসি। সেসময় নেকাখসার দুই ডিফেন্ডার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা চালাতে চাইলেও শেষমেশ আর পারেননি। ১১ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে।
মেসির মাঠ ছাড়ার পরপরই গোল করে দলকে এগিয়ে নেন তেলেসকো সেগোভিয়া। তবে ১৭ মিনিটে লাল কার্ড দেখে মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন মাঠ ছাড়েন। নেকাখসা ৩৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরায় থমাস বাদালোনির গোলে। দ্বিতীয়ার্ধে নেকাখসার ক্রিস্টিয়ান ক্যালদেরনও লাল কার্ড দেখলে দুই দল পরিণত হয় দশ জনে। ৮১ মিনিটে রিকার্ডো মনরিয়েলের গোলে এগিয়ে যায় নেকাখসা। তবে ইনজুরি সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরান জর্দি আলবা। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। হয়তো এটা গুরুতর কিছু হবে না কারণ তার ব্যথা নেই। কিন্তু সে অস্বস্তি বোধ করছে।’
উল্লেখ্য, লিগস কাপে নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে জয় পেলে ৩ পয়েন্ট, টাইব্রেকারে জয় পেলে ২ পয়েন্ট পাওয়া যায়। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে মায়ামি। তাদের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব পুমাস।
