
প্রাক মৌসুমের এশিয়ান ট্যুরে তিন ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। সোমবার সফরের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার দল ডেগু এফসির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে হানসি ফ্লিকের দল।
জোড়া গোল করেছেন দলটির তরুণ মিডফিল্ডার পাবলো গাভি। গোল পেয়েছেন ম্যানইউ থেকে ধারে কাতালান ক্লাবে যোগ দেওয়া মার্কোস রাশফোর্ড।
সোমবার দক্ষিণ কোরিয়ার ডেগু স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় বার্সা। ২১ মিনিটে গাভি প্রথম গোল করেন। ২৭ মিনিটে ব্যবধান ২-০ করেন রর্বাট লেভানডভস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি আসে গাভির পা থেকে।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করেন বার্সা ক্যাম্পে যোগ দেওয়া তরুণ মিডফিল্ডার টনি ফার্নান্দেজ। বদলি নেমে ৬৫ মিনিটে বার্সার জার্সির নিজের প্রথম গোল করেন রাশফোর্ড। এর আগের ম্যাচে ইংলিশ স্ট্রাইকার গোলে সহায়তা দিয়েছিলেন।
