Google search engine

আত্মবিশ্বাসের গল্প লিখলেন মোহাম্মদ সিরাজ। ম্যাচের সকালে ঘুম থেকে উঠে মনস্থির করেছিলেন— বদলে দেবেন খেলার চিত্রপট। কথাটা শুধু নিজের মনেই রাখেননি, সেটিকে চোখের সামনেও রাখার ব্যবস্থা করেছিলেন। গুগল থেকে খুঁজে বের করেছিলেন রোনালদোর ছবিসহ ‘বিলিভ’ লেখা একটি ছবি— একটি শব্দ, একটি মানুষ, কিন্তু অনুপ্রেরণার উৎস।সেটিই মোবাইলের ওয়ালপেপার করে রেখেছিলেন যেন প্রতিবার স্ক্রিন খুললেই চোখে পড়ে সেই রোনালদোর বিশ্বাসের প্রতিচ্ছবি।

 

ওভালের চতুর্থ দিনে ভারতের দুর্দান্ত জয়ের মূল কারিগর এই পেসার নিয়েছেন ৯ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। আর ম্যাচ শেষে জানিয়েছেন, ‘সকালে ঘুম থেকে ওঠেই মনে হয়েছিল, আজ কিছু একটা করেই ছাড়ব।‘বিলিভ’ লেখা ছবিটা মোবাইলের ওয়ালপেপার করেছিলাম, যেন মনে থাকে আমি পারি। শেষ পর্যন্ত সেটাই হলো। সফল হয়েছি।’

Google search engine