Google search engine

বর্তমান সময়ে খেলার মাঠে দারুণ পারফরম্যান্স করা তারকাকে ম্যাচ সেরা হিসেবে অর্থিক সম্মানী করা হয়ে থাকে। কিন্তু নরওয়ের শীর্ষ লিগের দল ব্রাইন ম্যাচ সেরার অদ্ভুত পুরস্কার দিয়ে আলোচনায় এসেছে।

গত মার্চ-এপ্রিলে তারা ম্যাচ সেরা তারকাকে চার ট্রে–ভর্তি ডিম, কয়েক কার্টন দুধ কিংবা ভেড়ার বাচ্চা পুরস্কার হিসেবে দিয়েছে।

এবার ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগেও এমন অদ্ভুত কাণ্ড দেখা গেল।

গত রোববার নরশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতে সোনারইয়ুস্কা ক্লাব। সেই ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে প্রথম গোলটি ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাসের। গোটা ম্যাচেই ভালো খেলা এই ফুটবলার জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছেন ছোট্ট একটি ঠেলাগাড়ি ভর্তি আলু। ওজনে এই আলুর পরিমাণ প্রায় ৫৫ কেজি।

২৬ বছর বয়সী সউলাস গতকাল নিজেই এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে।

তবে এত আলু তো আর একা খাওয়া সম্ভব নয়। সউলাস বলেছেন, ‘আমি আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু আলু আবার চলে গেছে একটি “সুপ কিচেনে” (যেখানে গরিবদের খাবার সরবরাহ করা হয়)।’

সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র‌্যাভন এ নিয়ে বলেছেন, ‘পুরস্কার কী হবে, সেটা ঠিক করে ম্যাচের স্পনসর। সে (সউলাস) এতে মজা পেয়েছে এবং ঘটনাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’

ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডের শৈশবের এই ক্লাবের এমন ব্যতিক্রমী পুরস্কার দেওয়ার কারণও আছে। সেরা খেলোয়াড়কে তারা এমন পুরস্কার দিতে চেয়েছে, যেন সেই খেলোয়াড় তা বাকি জীবন মনে রাখেন। বিশ্ব ফুটবলে আলাদা পরিচয় গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে এমন ব্যতিক্রমী পুরস্কার দিয়েছে তারা।

Google search engine