Google search engine

আগামী অক্টোবরে চীন সফর করার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিন্তু সফরটি শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।

মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে জানা গেছে আর্জেন্টিনার চীন সফর বাতিল হওয়ার কথা। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে আর্জেন্টিনা দল চীন সফর করত। কিন্তু সেটা হচ্ছে না। শিকাগোতে মেক্সিকোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।’

যুক্তরাষ্ট্রের মাটিতে শুধু মেক্সিকো নয়, আরও একটি দলের বিপক্ষে খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে সে ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি বলে জানিয়েছে আরেক আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন।

খেলোয়াড়দের ভালো-মন্দের কথা ভেবেই চীন সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। যেহেতু আর্জেন্টিনা জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখন ইউরোপে খেলেন, তাই তাদের জন্য এশিয়ায় সফর করা কষ্টদায়ক। সে কথা ভেবেই লাভজনক হওয়া সত্ত্বেও চীন সফর বাতিল করেছে এএফএ।

অক্টোবরে দুই প্রীতি ম্যাচের আগে অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে হবে মেসিদের। আগামী ৫ সেপ্তেম্বর এস্তাদিও মাস মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় অনুযায়ী ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে এই ম্যাচ।

পরের ম্যাচে স্কালোনির দল খেলবে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের এস্তাদিও মনুমেন্তাল ইসিদ্রো রোমেরো কার্বোতে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ইকুয়েডর-আর্জেন্টিনা দ্বৈরথ।

আর্জেন্টিনা-মেক্সিকো সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ ফুটবল বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের সেই ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেছিলেন।

Google search engine