
বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশ সফর শেষে ওয়েষ্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতে সেই সমালোচনা এড়ায় সালমান আলি আগার নেতৃত্বাধীণ পাকিস্তান।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজে উইন্ডিজের মুখোমুখি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে ২৮১ রানের টার্গেট তাড়ায় ৭ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয় পায়।
আজ রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ত্রিনিদাদের টোবাগোতে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করছে পাকিস্তান।
এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে সফরকারীদে।
তবে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজ যদি আজ জিতে যায় তাহলে উভয় দলের জন্য শেষ ম্যাচটি হবে অঘোষিত ফাইনালের মতো। সিরিজের শেষ ম্যাচটি মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যারা জিততে তারা সিরিজ ঘরে তোলার সুযোগ পাগবে।
