
মাত্র ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ ধুঁকছিল অস্ট্রেলিয়া। টিম ডেভিডের আগ্রাসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে তারা পেল লড়াইয়ের পুঁজি। এরপর বল হাতে আলো ছড়ালেন জশ হ্যাজলউড ও বেন ডোয়ার্শিস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার ডারউইনের মারার ওভালে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জিতেছে অজিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয় দলটি। জবাবে পুরো ওভার খেলে প্রোটিয়ারা করতে পারে ৯ উইকেটে ১৬১ রান।
দীর্ঘ ১৭ বছর পর ডারউইনে অনুষ্ঠিত হলো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহরের ভেন্যুটিতে চারটি ওয়ানডে ও দুটি টেস্ট হয়েছিল। সবগুলো ওয়ানডে ও একটি টেস্টে স্বাগতিক দলের প্রতিপক্ষের নাম ছিল বাংলাদেশ। বাকি টেস্ট ম্যাচটি তারা খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
কাগিসো রাবাদা ও কিওনা মাফাকার তোপে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল অজিরা। তবে পাঁচে নামা ডেভিডের ভাবনা ছিল একেবারে ভিন্ন। পাল্টা আক্রমণে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৫২ বল মোকাবিলায় মারেন চারটি চার ও আটটি ছক্কা।
চতুর্থ ওভারে ডেভিড যখন ক্রিজে যান, তখন অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ৩০। এরপর চতুর্থ উইকেটে তার সঙ্গে ক্যামেরন গ্রিনের জুটি ছিল ১৬ বলে ৪০ রানের। তারপর আবার ঘটে বিপর্যয়। স্কোরবোর্ডে ৫ রান যোগ হওয়ার মধ্যে সাজঘরে ফেরেন গ্রিন, মিচেল ওয়েন ও গ্লেন ম্যাক্সওয়েল।
টেলএন্ডারদের সঙ্গে নিয়ে ডেভিড এরপর নিজের কাঁধে তুলে নেন দায়িত্ব। সপ্তম উইকেটে ডোয়ার্শিসের সঙ্গে ৪২ বলে ৫৯ ও অষ্টম উইকেটে ন্যাথান এলিসের সঙ্গে ২৩ বলে ৩০ রান যোগ করেন। দলকে তিনি পাইয়ে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ।
