Google search engine

দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডিএল পদ্ধতিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শাই হোপের দল। এই জয়ের মধ্য দিয়ে ২০১৯ সালের পর প্রথমবার ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ক্যারিবীয়রা। এর আগে চলতি সফরে টি-টোয়েন্টি সিরিজে ৮ বছরের জয়খরা ভেঙেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবার ওয়ানডেতেও।

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। বৃষ্টির কারণে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান। রান তাড়ায় স্বাগতিকদের শুরুটা ছিল ভয়াবহ, মাত্র ১২ রানের মধ্যে ফিরেন দুই ওপেনার। তবে রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের ব্যাটে ম্যাচে ফেরে দল।

অধিনায়ক হোপ ও রাদারফোর্ডের জুটি ভাঙেন নওয়াজ। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর চেজ ও কেভিন গ্রিভসের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৭২ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তারা।

চেজ ৪৯ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট, যার জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে পাকিস্তানের ব্যাটিং ছিল ছন্দহীন, হাসান নওয়াজ অপরাজিত ৩৬ ও হুসাইন তালাত ৩১ রান করেন। জেইডেন সিলস শুরুতেই ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন।

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টানা ৪ ম্যাচে জয়হীন ছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে সেই ইতিহাস বদলে দিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল তারা। এখন নজর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে, যেখানে শিরোপা জয়ের সুযোগ থাকছে দুই দলেরই।

Google search engine