Google search engine

ব্রাজিলিয়ান সিরি আ’তে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখলো নেইমারের সান্তোস। ভাস্কো দা গামার বিপক্ষে একেবারে অসহায় আত্মসমর্পণ করেছে তার দল। ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে সান্তোস। এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি তারা। জুনে নতুন করে সান্তোসে ফেরা নেইমারের জন্য এটি ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের অভিজ্ঞতা।

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। ইনজুরির কারণে ওই ম্যাচ খেলেননি নেইমার। কিন্তু এবার মাঠে থেকে চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো নেইমারকে। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাব স্টাফদের সান্ত্বনা নিয়েও থামেনি তার অশ্রু।

এই পরাজয়ের দায়ে সান্তোস কোচ ক্লেবের জাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা লিখেছে, ‘আমরা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’

লা বোজোয়ার স্টেডিয়ামে ম্যাচে ভাস্কো দা গামা গোল উৎসব শুরু করে ১৮ মিনিটে। লুকাস পিটন ভাস্কোকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ঝড় তোলে অতিথিরা। একে একে পাঁচটি গোল করে রীতিমতো ভেঙে চুরমার করে দেয় সান্তোসের রক্ষণ। নতুন যোগ দেওয়া সাবেক বার্সা-লিভারপুল ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহো করেন জোড়া গোল। বাকি গোলগুলো করেন কোরেয়া দে ফনেস্কা, রায়ান ও দানিলো নেভেস।

এই বড় জয়ের সুবাদে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসে ভাস্কো দা গামা। অন্যদিকে টানা ব্যর্থতায় ১৫তম স্থানে নেমে আরও চাপে সান্তোস।

Google search engine