Google search engine

খেলার থেকে ধুলাই বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গাঁয়ে এমন নেতিবাচক তকমাই সেঁটে গেছে এখন। তকমাটা জুটেছে মাঠের খেলার চেয়ে বাইরের নানা বিতর্কিত ঘটনায়। বিশেষ করে গত কয়েক মৌসুম ধরে ফিক্সিংয়ের পোড়া গন্ধে।

খেলাটা থেকে সেই গন্ধ দূর করতেই অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে আসা মার্শাল আগে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান ছিলেন। তাকে নিয়ে খেলাটাকে রক্ষা করতে চান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে এমনটিই জানিয়েছেন আমিনুল।তিনি বলেছেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত প্রতিবেদন আসেনি। আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। আমি শতভাগ নিশ্চিত, অ্যালেক্স মার্শালকে সঙ্গে নিয়ে আমাদের খেলাটাকে রক্ষা করতে পারব।’

 

আপাতত একদিনের জন্য ঢাকায় এসেছেন মার্শাল।ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাদের দুর্নীতিমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর বিপিএলের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে তিনি বলেছেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে কিংবা যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই। আমাদের নিশ্চিত করতে হবে বিপিএলের যেন এমন ভাবমূর্তি না থাকে।’

Google search engine