Google search engine

অস্ট্রেলিয়া সফরে ২২ রানে জিতল বাংলাদেশ এ দল। টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের নিজেদের চতুর্থ ম্যাচে জয়ে ফেরে বাংলাদেশ।

সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে আসর থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ আজ নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে ২২ রানে জয় লাভ করে।

মঙ্গলবার ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল। ৪০ বলে ৪১ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৫ রান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। এই ডানহাতি পেসার ৪ রান করা জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে উদ্বোধনী জুটি বড় হতে দেননি।

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ডি আর্চি শট। অভিজ্ঞ এই ব্যাটারকে সোহানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন রিপন মন্ডল। এরপর স্যাম এল্ডারকেও দ্রুত আউট করে বোলিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।

২৪ রানে ৩ উইকেট হারানো নর্দান টেরিটোরিকে টেনে তোলার চেষ্টা করেন কনর কেরল ও জর্ডান সিল্ক। দুজনেই মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন। তবে দুজনইন কাছাকাছি গিয়েও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজ ঘরে ফিরেছেন। সিল্ক-কনরের বিদায়ের পর আর কেউই তেমন একটা প্রতিরোধ গড়তে পারেনি।

Google search engine