Google search engine

টপ এন্ড টি-টোয়েন্টিতে শিরোপার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। গত আসরে রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা ছিল পুঁজি।

এবার অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন শিরোপা জয়ের প্রত্যাশার কথা। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন দেখা গেল। গ্রুপ পর্বেই প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বিদায়।

 

আজ ডারউইনে মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে আট নম্বরে। শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে হারালেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ, কারণ তাদের নেট রান রেট দাড়িয়েছে -০.৫১৩। এদিক থেকে অন্য দলগুলোর অবস্থান অনেক ভালো।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১৫৬ রান। সাইফ হাসান করেন সর্বোচ্চ ৪৫, সোহান যোগ করেন ৩৩ ও ইয়াসির আলি ২৯ রান। তবে দলের সংগ্রহ বড় করতে পারেননি কেউই। মেলবোর্নের হয়ে হামিশ ম্যাকেনজি নেন সর্বোচ্চ ৩ উইকেট, খরচ করেন মাত্র ২১ রান।

জবাবে মেলবোর্ন শুরুতেই ৩৪ রানের ওপেনিং জুটি গড়ে নেয়। যদিও পরে ৮১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে দাঁড়িয়ে থাকেন জোনাথন মারলো। পাঁচ নম্বরে নেমে খেলেন ম্যাচসেরা ৬১ রানের ইনিংস, মাত্র ৩৮ বলে। ৩ ছক্কা ও ৪ চার মারেন ১৬০ স্ট্রাইকরেটের সেই ইনিংসে।

শেষদিকে হাসান মাহমুদের বলে মারলো আউট হলেও ততক্ষণে জয় হাতছোঁয়া। ১১ রান দূরে থাকতেই বিদায় নেন তিনি, তবে কাজ শেষ করে দেন ক্রিস্টিয়ান হাউ। ১৫ রানে অপরাজিত থেকে দলকে জেতান তিনি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও হাসান মাহমুদ।

এই হারে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। সোহানদের একমাত্র সান্ত্বনা; শেষ ম্যাচে লড়াই করে জয় তুলে কিছুটা সম্মান রক্ষা করা।

Google search engine