
রাজধানীর হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর বৃহৎ ফুটবল টুর্নামেন্ট ‘ডেইলি সান প্রেজেন্টস হার্ডকো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (এইচআইএফটি)।’ এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ ইংলিশ দৈনিক ডেইলি সান।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজক প্রতিষ্ঠান হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২২টি ইংলিশ মিডিয়াম স্কুল।
সংবাদ সম্মেলনে হার্ডকোর পক্ষে সাফিন হাসনাইন ও ডেইলি সানের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর তাসবির উল ইসলাম স্পন্সরশিপের চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সাদ সোলায়মান, ডিরেক্টর, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল, মাহমুদ ইসলাম, ভাইস প্রিন্সিপাল ও ফিতরাত রশীদ, রাগিব তাহসিন, মাহফুজুল ইসলাম হিমেল, নুসরাত জাহান রাইসা, ইকরা বিনতে ইসলাম।
