Google search engine

অবশেষে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ। নাইম শেখের নাম গেল বাতিলের খাতায়, সাইফ হাসানকে সাথে নিয়েই দলে ফিরলেন নুরুল হাসান সোহান। সব মিলিয়ে কেমন হলো ১৫ সদস্যের স্কোয়াড!

ওপেনার হিসেবে যথারীতি তানজিদ তামিম এবং পারভেজ ইমনের উপরই ভরসা রেখেছেন নির্বাচকরা। ব্যাকআপ হিসেবে নাইমকে কিছুদিন বাজিয়ে দেখলেও আশানুরূপ কিছুই পাওয়া যায়নি। তাই তো সুযোগ মেলেনি তাঁর।

সেক্ষেত্রে লিটন কুমার দাস তিন নম্বরে থাকছেন। শুধু তাই নয়, প্রয়োজনে ওপেনার হিসেবে খেলতে পারবেন তিনি। তাই তো ব্যাকআপ হিসেবে বাড়তি কাউকে বিবেচনায় রাখা হয়নি।

সাইফ আর সোহানকে নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জোর আলোচনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফিরেছেন তাঁরা। সাইফ, হৃদয়, সোহানদের নিয়ে তাই তো মিডল অর্ডারও এবার বেশ ভারসাম্যপূর্ণ। আর লোয়ার মিডল অর্ডারে জাকের আলী এবং শামীম পাটোয়ারি তো থাকছেনই।

স্কোয়াডে স্পিনারের ভূমিকায় শেখ মেহেদী, রিশাদ হোসেন এবং বাঁ-হাতি নাসুম আহমেদ। পেস ইউনিটেও আছে প্রত্যাশিত সব নাম। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনরা যে বাংলাদেশের বড় ভরসা।

এছাড়াও স্ট্যান্ডবাই তালিকায় আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। ওপেনারের ভূমিকায় সৌম্যের ফেরার কথা থাকলেও জায়গা হয়নি আর।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড দাঁড়াচ্ছে, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

এশিয়া কাপের মঞ্চে যাওয়ার আগে এই স্কোয়াড নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। গুছিয়ে নেবে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Google search engine