Google search engine

ফুটবল মানেই শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কোটি কোটি টাকার চুক্তি, বিজ্ঞাপন আর বেতনভাতা। আর ইংলিশ প্রিমিয়ার লিগ হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী আর জনপ্রিয় লিগ। এখানে খেলে বিশ্বের সেরা তারকারা, আর তারাই আয় করেন কোটি কোটি টাকা। আজ জানবো—প্রিমিয়ার লিগের সর্বোচ্চ আয় করা শীর্ষ ১০ জন ফুটবলারের নাম।

১০ নম্বরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো। তার সাপ্তাহিক আয় প্রায় কয়েক লাখ পাউন্ড, যা তাকে তালিকার শুরুতে জায়গা দিয়েছে।

৯ নম্বরে লিভারপুলের ডিফেন্সের শক্তিশালী প্রাচীর ভার্জিল ভ্যান ডাইক। শুধু মাঠে নয়, বেতনের দিক থেকেও তিনি দলের ভরসা।

৮ নম্বরে আছেন আরেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রাফায়েল ভারানে। অভিজ্ঞতার ঝলক আর মোটা অঙ্কের বেতন তাকে এই অবস্থানে রেখেছে।

৭ নম্বরে নাম আসবে লিভারপুলের সুপারস্টার মোহাম্মদ সালাহ। ইজিপশিয়ান কিং শুধু গোল করেই নন, আয় করেও আলোচনায় থাকেন।

৬ নম্বরে ম্যানচেস্টার সিটির ডি-ব্রুইনে। মিডফিল্ডের মায়েস্ত্রো প্রতি সপ্তাহেই বেতনের হিসেবে কোটিপতি হয়ে যাচ্ছেন।

৫ নম্বরে লিভারপুলের অ্যালিসন বেকার, গোলপোস্টে তার সেভ আর মোটা অঙ্কের চুক্তি তাকে শীর্ষ পাঁচে জায়গা দিয়েছে।

৪ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তরুণ বয়সেই তিনি বেতন আর স্পন্সরশিপ থেকে মিলিয়ন আয় করছেন।

৩ নম্বরে লিগের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার আর্লিং হালান্ড। গোলের পাশাপাশি তার আয়ও একেবারে অবিশ্বাস্য!

২ নম্বরে আছেন আরেক ম্যানচেস্টার সিটি তারকা জ্যাক গ্রিলিশ। ট্রান্সফার ফি ছাড়াও তার চুক্তি আর বেতন তাকে তালিকার উপরের দিকে তুলে দিয়েছে।

১ নম্বরে সবাইকে টপকে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একসময় তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতেন সেই তথ্য অনুসারে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক সময়ের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় তিনিই।

“প্রিমিয়ার লিগ শুধু ফুটবল নয়, এটি অর্থনৈতিক দিক থেকেও এক বিশাল শক্তি। এখানে খেলোয়াড়রা যেমন মাঠে দাপট দেখান, তেমনি আয়েও শীর্ষে থাকেন।

Google search engine