
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামলেও এখনও কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পাচ্ছেন না সাকিব আল হাসান। ৫০০ উইকেটের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তিনি।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শনিবার সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আবারও উইকেটশূন্য থাকলেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। দলের হয়ে ২ ওভার বোলিং করে ১৬ রান খরচ করেন সাকিব।
প্রথম তিন ম্যাচে যেখানে মাত্র ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন, এবার সুযোগ পেলেন একাধিক ওভারে। তবুও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। অষ্টম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে ৬ রান দেন সাকিব। পরে দশম ওভারে ফের বল করতে এসে প্রথম বলেই ছক্কা খান কেভলন অ্যান্ডারসনের ব্যাটে। তবে পরের পাঁচ বলে মাত্র ৪ রান দেন তিনি। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি।
এখন পর্যন্ত এবারের সিপিএলে প্রথম পাঁচ ম্যাচে ৪ ইনিংসে ৫ ওভার বল করে সাকিবের ঝুলিতে মাত্র ১ উইকেট। অথচ টুর্নামেন্টে নামার সময়ই তার উইকেট সংখ্যা ছিল ৪৯৮। ফলে আরও দীর্ঘ হচ্ছে ৫০০ উইকেটের প্রতীক্ষা।
গায়ানার ইনিংসে ঝড় তোলেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। ৪৪ বলে তারা জুটিতে তোলেন ১০৬ রান। হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের ইনিংস, আর হেটমায়ার অপরাজিত থাকেন ২৬ বলে ৬৫ রানে। শেষদিকে রোমারিও শেফার্ডের ৮ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে গায়ানা দাঁড় করায় ৩ উইকেটে ২১১ রানের বিশাল স্কোর।
সাকিবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ৫০০ উইকেট মাইলফলক দেখার জন্য। তবে সেটা আরেকটু পিছিয়ে গেল গায়ানার বিপক্ষে ম্যাচ শেষে।
