
কদিন আগেই টি টোয়েন্টিতে নতুন অধিনায়কের নেতৃত্ব টানা দুই সিরিজ জিতেছে বাংলাদেশ । নাজমুল হোসেন শান্তর নিজ থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব ছেড়ে দিলে নতুন অধিনায়ক লিটন দাসকে করা হয়। এর প্রতিক্রিয়া অবশ্য দেখা গেছে প্রকটভাবেই। অনেকটা অভিমানেই কি না টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। এর আগে স্বেচ্ছায় ছেড়েছিলেন টি-টোয়েন্টির নেতৃত্বও।
টি টোয়েন্টিতে নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে প্রথমবার টানা দুই সিরিজ জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বহুল উচ্চারিত পঞ্চপান্ডবের অধ্যায় পেরিয়েছে আরও আগেই। মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ—গেল ১৮ বছর ক্রিকেটে বাংলাদেশের সেরা ফরম্যাট টি টোয়েন্টি পাঞ্চপাণ্ডবদের কেউ না কেউ ছিলেন। উল্লেখ্য, পঞ্চপাণ্ডব ছাড়াও আগেও খেলেছে। কিন্তু তাদের ছাড়া প্রথমবারের বড় কোনো টুনামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।
কিন্তু ভক্তদের কাছে বড় প্রশ্ন হলো পাঁচ বড় তারকাকে ছেড়ে কেমন করবে বাংলাদেশ। এমন প্রশ্নে উত্তরে কিছু ক্রিকেট বিশ্লেষক বলেন পঞ্চ পান্ডব ছাড়া ওর আগেও কিছু সিরিজ খেলেছে বাংলাদেশ। তাদের ছাড়া মোটামুটি গেল কিছুদিন আগে পাকিস্তানও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই সিরিজ জিতেছে বাংলাদেশ। এই পারফরম্যান্স যদি ধরে রাখতে পারে তাহলে এশিয়া কাপে ভালো কিছু করবে বাংলাদেশ।
ইতিমধ্যে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১১ সেপ্টেম্বর হংকং বিপক্ষে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
