Google search engine

ফুটবলের জাদুকর লিওনেল মেসি এবার আসছেন ভারত সফরে! দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল—আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন দলকে কি দেখা যাবে ভারতীয় মাঠে? অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক বিরল ঘটনাই ঘটতে যাচ্ছে। ফিফা বিশ্বকাপজয়ী মেসিদের খেলা এবার অনুষ্ঠিত হবে ভারতের কেরালায়। ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। গোটা উপমহাদেশের সমর্থকরাই অপেক্ষা করছেন শুধু এক ঝলক মেসিকে সরাসরি দেখার জন্য।

দক্ষিণ ভারতে কেরালা সবসময়ই ফুটবলের জন্য বিখ্যাত। ব্রাজিল-আর্জেন্টিনা থেকে শুরু করে ইউরোপের ক্লাব ফুটবল—এখানকার সমর্থকরা প্রাণ ঢেলে উৎসাহ দেন। এবার তাদের সেই স্বপ্নের নায়ক মেসি পা রাখবেন কেরালার মাটিতে।

মেসির পাশাপাশি থাকবেন আর্জেন্টিনার অন্য তারকারাও—দেও পল, লওতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজসহ পুরো বিশ্বকাপজয়ী স্কোয়াড। ফলে দর্শকরা পেতে চলেছেন এক অসাধারণ ফুটবল উৎসব।

শুধু ভারত নয়, প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকেও হাজার হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করতে ছুটে যাবেন কেরালায়। বলা যায়, গোটা দক্ষিণ এশিয়াই এখন ফুটবল উন্মাদনায় ভাসছে।

এই সফর শুধু একটি ম্যাচ নয়—বরং এশিয়ার মাটিতে আর্জেন্টিনার বড়সড় আগমন। ফুটবল বিশ্বে ভারতের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।

শেষ কথায় বলা যায়—যারা মেসিকে টিভি স্ক্রিনে দেখে বড় হয়েছেন, তাদের জন্য এবার জীবনের এক স্বপ্ন পূরণের সুযোগ। মাঠে গিয়ে নিজ চোখে দেখা যাবে আর্জেন্টিনার অধিনায়ককে, যিনি বিশ্বকে দেখিয়েছেন ফুটবলের আসল শিল্পকলা।

Google search engine