
২০২১ -২০২৩ টেস্ট চ্যাম্পিয়ন শীপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়ন শীপ ফাইনাল শেষ না হতেই ২০৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়ন শীপের সময়সূচি ঘোষণা করেছে আইসিসি।সেই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ রয়েছে ভারত ও পাকিস্তান।
আইসিসির সূচি অনুযায়ী টাইগারদের প্রতিপক্ষ মাঠে গিয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে।আর ঘরের মাঠে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে টাইগারদের। চলতি বছরে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়ন শীপের মিশন।
ঘরের মাঠে ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুই টেস্ট। পরবর্তীত গন্তব্য সেপ্টেম্বরে পাকিস্তান সফরে। নভেম্বর-ডিসেম্বরে টাইগাররা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
উল্লেখ্য, ২০২৩-২০২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সমান তিনটি করে সিরিজ খেলবে ঘরে এবং প্রতিপক্ষের মাঠে। আসন্ন এই চক্রে অংশ নিচ্ছে মোট ৯ টি দল।
